দিয়েছ কিছু
দাওনি কিছু।
আমার চাওয়ার কী কোনো শেষ আছে!
যাই হোক,
দিলেও তুমি, না দিলেও তাই।
মন হলে কাছে টেনে নিও,
হাতটা ধরে রেখো যখন আমার সব বিস্বাদ।
সম্পর্কটা কবে যে দেওয়া নেওয়ার করে ফেলেছি বুঝতে পারিনি।
তাও যে আছো এখনো এই তো অনেক।
নিজের যত হতাশা, যত রাগ, যত কিছু খারাপ সব তোমার ওপর চাপিয়ে দিয়েছি।
কই তোমাকে তো ধৈর্য হারাতে দেখিনি!
কী করে পারো?
সবাই হাত ছেড়ে যাবার বেলায় কী করে শক্ত করে ধরে রাখো??
দূরে সরে যাবার চেষ্টা করেছি।
অস্বীকার করেছি তোমার ভালোবাসাকে।
তুমি নিরব থেকেছ।
শেষে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে যখন আমি রক্তাক্ত,
মন ,দেহ, চেতনা সব ক্লান্ত,অবসন্ন,
তোমার শীতল পরশ তখন ছড়িয়ে দিয়েছ
স্বাধীনতার বাঁধনে মুক্তি তুলে দিয়েছ বুকে।