সেই দেশেতে ঘুরতে গিয়ে হলেম ভ্যাবাচ্যেকা
হেঁট মুন্ডে বেবাক ছোটে, মাথায় পরে চাকা।
বললে কথা রা না কারে,না কইলে বকিয়ে মারে
হঠাৎ দেখি শূন্যে ওঠে, আওয়াজ দিয়ে ফাঁকা।।


অন্ধ দেখায় পথ যে সেথায়,বাঁকা পথের সুনাম
রাজা মশাই ধরেই বলেন - নির্বাসনে দিলাম।
মুড়ি মুড়কি সব সেথা এক,রক্তের রঙ কালো
খাটের তলায় লুকিয়ে বলে তোমরা আলো জ্বালো।।


পেয়াদারা সব চোখ পাকিয়ে ধম্ম তত্ব গায়
রত্ন খোঁজে সবাই মিলে দেখলে পরেই ছাই।
গেঁজো পাঁক সুস্বাদু খুব সেথায় সবাই বলে
টিন ভাঙ্গা এক লোহার শিকল ঝুলিয়ে আছে গলে।।


দিনের বেলা মুখোশ পরে,রাতের বেলায় হুজুক
কাগজ টুকরো ছাদে মেলে চকের জলে ভিজুক।
যাবে নাকি সেইখানেতে,সেই গো অমুক দেশে?
সাদা যেথায় মুখ লুকিয়ে কালোয় গিয়ে মেশে!!