ঝড় থেমেছে।
যে কারণে হোক যেভাবেই হোক,
আজ ঝড় থেমেছে।
মন আজ বিভ্রান্ত নয় উদ্ভ্রান্ত নয়।
জীবনের মাপকাঠিতে সে আজ পরিশ্রান্ত নয়।
পথ খুঁজে পেয়েছে।
যত জ্বালা যত যন্ত্রণা আজ হয়েছে অবসান।
হয়েছে নিশাবসান।
আজ সবাই আপন হয়েছে,
আর সবাই নিজের হয়েছে।
দিন গুনে চলার পথের পথিক,
দিক হারানো সঠিক বেঠিক,
ছুটে ছুটে চলা ক্লান্ত অধিক
আজ মানুষের সাথে মিশেছে
আজ জীবন শান্ত হয়েছে
সে জন সকলের মাঝে রয়েছে।
শিশু নারায়ন করেছে যে ক্ষমা
রূপক হারানো জীবন উপমা,
মন আজ নিজেকে খুঁজে যে পেয়েছে
আজি ঝড় শান্ত যে হয়েছে
আজি জীবন শান্ত যে হয়েছে।