কিসের এত গর্ব করো!
নামটাই তো নিজের নয়।
জন্যে কিসের হাপিয়ে মরো?
শেষকালে কেউ সঙ্গে রয়?


আজকে আছো কালকে যাবে
ভাবনা ভেবে কীই বা লাভ,
ভাসবে অস্থি গঙ্গাজলে
সাড়ে তিন হাত জমির মাপ।।


রাগ করেছ মান করেছো
শেষের বেলা থাকবে কী?
থাকবে পরে মাঝ উঠানে
সর্বাঙ্গে মাখবে ঘী!!


সুখ দুখ সব মান অভিমান
থাক না পড়ে একটু দূর,
একটু বাঁচি সরল সিধে
লাগুক প্রাণে প্রেমের সুর।।