খুঁজেছি!
কুঁড়ে কুঁড়ে বের করেছি।
ক্ষমা করিনি,
শান্তি দি নি,
সময় দি নি থামার।
একটা ভুল,
একটা!
তার সুদ আসল তুলেছি কড়ায় গন্ডায়।
ছুটেছি আর ছুটেছি।
শক্ত করার লোভে আঘাতের পর আঘাত করেছি।
নির্মম নিষ্ঠুর!
লক্ষ্য।
পেতে হবে, পেতে হবে, পেতে হবে।
লক্ষ্যের মরুদ্যান পেয়েছি।


শুধু ফিরে চাইতে ভুলে গেছি।।
ভুলে গেছি কেউ পথ চেয়ে আছে।
যাদের দূরে সরিয়ে দিয়েছি অজান্তে (বা সজ্ঞানে),
একবার জিজ্ঞেস করিনি ভালো আছ তো!
চরৈবেতী চরৈবেতী মন্ত্রে দীক্ষা নিয়ে এগিয়ে তো গেছি,
শুধু ভালো থাকার কবিতা ভুলে গেছি।