বুড়ি বিপদে পরলে বুড়া আঙুলের মাথাটা কাইন্যা আঙুলের নিচের কর এ চলে আসে। এবং মন্ত্র পাঠ শুরু হয়। বুড়ি র গনা অদ্ভুত। কাইন্যা আঙুলের নিচের কর থেকে  এক, দুই, তিন, চার। তার পরের আঙুলের মাথা। মাঝখানে আঙুলের মাথা । তার পরের আঙুলের মাথা থেকে নিচ পর্যন্ত। এভাবে দশবার করলে একশ বার মন্ত্র পাঠ হয়। বুড়ি আজীবন গুণ তে থাকে আর ঝুরে। ঝুরতে থাকা বুড়ি র ছায়া পরে পানিতে। দেখে মনে হয় ফটো এডিট করা।