রাত্রির চোখে বসে আছি একা,
তুমি কি এসেছিলে ছায়ার বায়ে?
হাওয়া ফিসফিস করে তোমার নাম,
অথচ পথ কেবল অন্ধকারে হারে।
চাঁদের সীমানায় ঝুলে থাকে মুখ,
যেন দেখেছি—কিন্তু কোথায় মনে পড়ে না,
তোমার হাসি কি খরস্রোতার মতো বয়ে যায়?
নাকি নীরবতা যা হৃদয় ছিঁড়ে নেয় ধরা ছাড়া?
তুমি কি স্বপ্ন? না ফেলে আসা কোনো জন্মের ছায়া?
যার হাত ধরা যায় না, তবুও হাত বাড়াই,
তোমার কণ্ঠে যে সুর বাজে তা কি নামহীন?
তবুও হৃদয় তার অর্থ খুঁজে পায়।
ভালোবাসা যদি হয় এক রহস্যের কবিতা,
তুমি সেই অপঠিত পংক্তি শুধু অনুভবে লেখা।
নেই কোন ঠিকানা, নেই কোন ব্যাখ্যা,
তবুও তোমার জন্য প্রতিটি নিঃশ্বাসে থাকে প্রার্থনা।