শক্তিমানেরা গড়ে তোলে দেয়াল শত,
দুর্বল কাঁদে, চোখে তার স্বপ্নের ক্ষত।
শাসনের নামে চলে নিঃশব্দ খুন,
বুকে জমে ব্যথা, শব্দহীন ধ্বংসগুণ।
তাহারা হাসে, রচনা করে সভা-সমিতি,
বলে, এটাই নিয়ম ছলনার রাজনৈতিক নীতি।
অন্যায়কে ঢাকে তারা সোনালি মুখোশে,
নিরীহ জনতা ডুবে যায় প্রতিদিনের নিঃশ্বাসে।
নদী শুকায়, গাছ কাঁদে, ধুলোর শহর,
মানুষ হয়ে মানুষ আজ কত বেমানুষ কর!
কে বলবে আজ? কে ধরবে হাত?
কে দেবে প্রতিবাদের দীপ্ত প্রভাত?
ওরে বিবেক, আর কত চুপ থাকবে তুই?
ভয়কে জয় কর, জ্বালিয়ে দে নতুন রুই।
সত্যের পাশে দাঁড়া, দুর্বলের হাত ধর,
তাদের কণ্ঠে ফিরিয়ে দে ন্যায়ের গর্জনসর।