প্রতিটি মানুষ ভিন্ন বেশে,
চিন্তা ভিন্ন, ভিন্ন দেশে।
ভিন্ন তার হাসি-কান্না,
ভিন্ন তার মনের জান্না।
কে যে ভালো, কে বা খারাপ,
চোখে পড়ে না সেই ভাব।
একটি ভুলে বলি সবাই—
সবই মিছে, সবই দায়!
ডাক্তার যদি লোভে চলে,
বলি সবাই অন্ধ জলে।
একজন মাস্টার কূপমণ্ডূক,
তাতেই জ্বলে শিক্ষা-শূন্য চোখ।
আমি নিজে হই যে ভালো,
ভাবি সবাই সাদা আলো।
পেশার গর্বে চোখ ভরে,
ভুল গন্ধও নাইরে ঘরে।
আবেগ যদি গর্জে উঠে,
যুক্তির মাটি সরে চটে।
মন তো আজ এক জলবায়ু,
কালকে রোদ, আজকে বায়ু।
সেই তো আসে রাজনীতির ধ্বনি,
যেথায় ভুলে যায় জনগণ বনি।
ভোটের মুখে গদ্য গান,
ক্ষমতায় সে নীরব প্রাণ।
একজন নেতা যদি লোভে,
বাকি সবাই কি তবে খোঁবে?
সন্দেহ তবে কেন নাই?
আলো কোথায়, কিসের দায়?
তবু কিছু আলো জ্বলে,
তাদের পথ খুব সংকটে চলে।
তাদের নাম ছায়ায় ঢাকা,
সততার গলা পড়ে ফাঁকা।
ভেদজ্ঞান চাই—বুঝি তবে,
মানুষ এক নয় কভু কবে।
পেশার চেয়ে বড় সে মন,
চেনা মুখে না বুঝি জন।
ভিন্ন মানুষ, ভিন্ন ধারা,
তবু তারই জীবন সারা।
শুধু দেখে নয়রে বিচার,
তবে পাই প্রকৃত চরিত্র।
চলো তবে মুখোশ খুলি,
ভুলে গিয়ে কাঁটা গুলি।
ভিন্ন মত আর ভিন্ন প্রাণ,
সেইতো সত্য—ভেদজ্ঞান।