ধূলোজমা পৃথিবীর ধারে
নিজেকে সাজিয়েছিলাম
একটা ভাঙা আয়নার সামনে,
যেখানে মুখটা দেখলেও
মুখ মনে হয় না!

ধূলোর পৃথিবীতে
মিথ্যা আশ্রয়ে বাঁচা মানুষদের চেয়ে
আমি বরং ভালোবেসেছি
একজন মিথ্যা প্রেমিকাকে!
কারণ অন্তত সে জানে
সে অভিনয় করেছে!