যাকে ভেবেছি পুরো একটা পৃথিবী
সে আমাকে এক টুকরো শহরও ভাবেনি!
আমি তার মানচিত্র এঁকেছি হৃদয়ের ভিতর,
সে খুঁজেছে নিজেকে- আমার বাইরে, অন্য কারো ভোর!

আমি ছিলাম তার রাত্রির আকাশ
তার তারা হয়ে উঠবার অপেক্ষায়,
সে ছিল আলোর মতো উদাস
ছুঁয়ে যায়, কিন্তু থামে না কোথাও কাছাকাছি!

যাকে ভালোবেসে লিখেছি শত চিঠি,
তার ডাকঘরে কখনোই পৌঁছায়নি সেগুলো!
সে ছিলো সুর, শুধু নিঃশ্বাসে জমে থাকা ব্যাথা
সে ছিলো দূর, দেখতে দেখতে চলে গিয়েছে সময়, ফুরিয়ে গেলো কথা!

যাকে ভেবেছি জীবন,
সে আমাকে ভাবেনি পর্যন্ত-
না সময়, না স্মৃতি, না স্বপ্নের ভেতর!