মহাসমুদ্রের অভিশাপে
আমাকে করেছো তুমি অভিশপ্ত!
জানি, এই ঢেউগুলো আর কোনোদিন
আমাকে তীরে ফিরিয়ে নেবে না!

তুমি কি জানো,
কীভাবে একটা মানুষ তলিয়ে যায়?
সে একবারে ডোবে না,
ধীরে ধীরে, ঢেউয়ের পর ঢেউয়ে ভেঙে পড়ে!

আমিও ভেঙেছি গুনারও অধিক,
তোমার ফেলে যাওয়া শব্দের আঘাতে,
অপেক্ষার দীর্ঘশ্বাসে,
আর অসমাপ্ত কথাগুলোর ভারে!

আমি যে কষ্ট পেয়েছি,
তা সমুদ্রের চেয়েও গভীর,
ঢেউয়ের চেয়েও অস্থির
লবণের চেয়েও লবনাক্ত বেশি!

আমি এখন একা,
তবু সমুদ্র আমায় ডাকে,
হয়তো ডুবিয়ে দেবে,
নয়তো ফিরিয়ে দেবে আমার পরিচিত পুরোনো কোনো তীরে!