শিশিরের বুকে জমে থাকা বিন্দুর মতো
আমার দুঃখও পড়েছিলো নিঃশব্দে,
ফোঁটায় ফোঁটায় হয়ে উঠেছিলো মহাসমুদ্র,
অথচ কেউ টের পায়নি, কেউ বুঝতে পারেনি!
আমার অনুভূতি জমেছিলো গ্লেসিয়ারের মতো
শত সূর্য উঠেও গলাতে পারেনি বরফের দেয়াল,
হয়তো কখনো আসবে এক উষ্ণ স্পর্শ
যে উড়িয়ে নিয়ে যাবে এই জমাট শীতলতা!
তবুও আমি দাঁড়িয়ে আছি নীরবে
একটা অপেক্ষার নাম লিখে রেখেছি হৃদয়ে,
যদি কোনো একদিন… যদি কোনো একদিন,
এই বরফ গলে নদী হয়ে বইতে পারে!