আমি প্রায় সবকিছুই উপেক্ষা করতে পারি।
এই যেমন সকালের আহার, সুন্দরী রমনী, একটি জোছনা স্নাত রাত, বসন্তের কোকিল, কৃষ্ণচুড়ার লাল, শরতের কাশ, নীলাভ আকাশ, পাহাড়, সমূদ্র।
এমনকি আমি আরো উপেক্ষা করতে পারি পথের ধারে শুয়ে থাকা পথশিশু, বৃদ্ধ ভিখারি যার সন্তান তাকে রাস্তার ধারে ফেলে গেছে, পথের মোড়ে দাঁড়িয়ে থাকা পতিতা যে কিনা পেটের দায়ে শরীর বিক্রি করতে এসেছে।
আমি উপেক্ষা করতে পারি বাবাদের যারা নিজে না খেয়ে তার সন্তানের জন্য আহারের ব্যাবস্থা করে, যে বাবা পায়ে হেটে ১০ টাকার ভাড়া বাঁচিয়ে তার সন্তানের জন্য চিপস কিনে বাড়ি ফেরে, ঐ সব মা যারা অসুস্থ সন্তানের শিওরে বসে রাত পার করে দেয় অবলীলায়।
আমি সবকিছুকে উপেক্ষা করতে পারি,
জাগতিক বা আধ্যাতিক,
লৌকিক বা অলৌকিক,
আক্ষরিক বা ব্যঞ্জনার্থ,
দৃশ্যমান বা অদৃশ্য,
আমি সবকিছু উপেক্ষা করতে পারি,
শুধু তোমাকে উপেক্ষা করতে পারি না।