আবারও বসন্ত আসে,
ভরে যায় শিমুল, পলাশ, কৃষ্ণচুড়ায় বন,
তবু তুমি দেখোনি তাকিয়ে, কি ব্যাথায় ভরিয়ে দিয়েছো মন।
কি ভীষণ লাল হৃদয়েতে, রক্তক্ষরণ হয়ে চলেছে রোজ,,
কোকিলেরা কেঁদে উঠে বেদনাতে, তবুও তুমি নিলে না আমার খোঁজ।
তবুও তুমি দেখলেনা ফিরে, বসন্তেও কত কালমেঘ জমা,
তুমি শুধু পাতা ঝড়ে পড়া দেখো, দেখোনি আমার মন তুমি 'নিরুপমা'।
কতশত পাতা ঝড়ে পড়ে হৃদয়েতে, চোখ মেললেই দেখতে তুমি পেতে,,
বোবা-কালা ভান না করে যদি তুমি একবার ভুলে মনোযোগ মোরে দিতে!


শত বসন্ত একসাথে জড়ো করে,  তোমার পা'য়ে দিতাম আমি এনে।
কোকিলের কুহু, কৃষ্ণচুড়ার লাল, সবকিছু আমি দিতাম তোমাকে কিনে।
তবুও তুমি ফিরলেনা পূণবার, পাতা মড়মড় মোর হৃদয়ের স্বর,,
এই বসন্ত তোমার জন্য আজ, কোকিলের কুহু, অন্যকারোর ঘর।