মৃত আত্মারা
দিচ্ছে ইশারা
যেতে হবে তার কাছে।
এপৃথীবিতে কি আছে বলো, কে আর ক দিন বাঁচে।
তবে কেন আজ এত হানাহানি? কেন বহে এত খুন?
ক্ষমতা পেলেই দেখায় যার কাছে আছে যত গুণ।
ক্ষনস্থায়ী পৃথীবিতে কি করিতে মানুষ এসেছে?
পৃথীবিতে এসেই সবে স্বার্থাচারে বসেছে।
কেউ দেখেনা মৃত আত্মারা ডাকছে তাদের সারাক্ষন।
সকল পাপ করছে তারা, ভালো কাজ আর নেই এখন।
স্বার্থ তরে মানুষ এখন ধরছে দেখো পাষাণ বেশ।
ভাবেনা কেউ জীবন ছোটো, যেতে হবে মৃত্যুদেশ।


মৃত্যুর কথা ভাবলে আজি দেশের হতো না এমন হাল।
ধনীরা আজ ছাড়িয়ে নিতো না দারিদ্রর ঐ পীঠের ছাল।
কোনো শিশু মরতো না ঐ বাপ-চাচাদের দন্দে।
শেষ সম্বল হারিয়ে নিশ্ব হতো না ভিক্ষারী, অন্ধে।
মা-বোনেদের হতো না ধর্ষন যদি  পরকাল মানিত সবে।
কোন মেয়ে মরতো না আর পিচাশ ব্যাটার যৌন ক্ষোভে।
কোমর দোলানো নৃত্যে আজি যুবকের হতো না জিনা।
যদি তাদের মনের মাঝে মৃত্যু বাজাতো বীণা।
মৃত্যুর কথা স্বরন করলে থাকবে না আর পাপ।
সারাদিন সবে আল্লার তরে চাইতে থাকবে মাফ।
আজতো, এখন আল্লার নাম নেয় না কেউ মুখে।
তাইতো এত অপরাধ আজ ঘটছে পৃথীবি বুকে।
পৃথীবিতে আজ সত্যবাদির মুখ হয়ে আছে বন্ধ।
সব মানুষেরে শয়তান আজ করে দিয়েছে অন্ধ।
এখন তো আর ইবলিশের নেই পৃথীবিতে কোনো কাজ।
ইবলিশের চেয়ে বড় শয়তান পৃথীবির সব মানুষ আজ।
তাইতো আজিকে এত আহাজারি মানুষ এতো হচ্ছে খুন।
শয়তানরুপী মানুষগুলোর শয়তানের চেয়ে বেশি গুন।
আজতো, এখন মনুষ্যত্ব নিয়ে গেছে মৃত আত্মারা।
তাইতো আজি দোষী ঘুরে ফিরে, নির্দোষ পড়ে হাতকড়া।
এখন দেশে চুরির দায়ে ৩ বছরের হয় জেল।
হত্যাকারী পেয়ে যায় ছারা, ৩ মাসে তার হয় বেল।
ধর্ষনের বিচার হতে লেগে যায় ভাই ১২ মাস।
বিচার শেষে, বিচার না পেয়ে ধর্ষিতা নারী দেয় ফাস।
আজকে যদি মনুষ্যত্ব থাকতো পৃথীবিতে বেঁচে।
মৃত আত্মার ডাক মানুষেরা শুনতো আগে পিছে।
পেতো ভয় তারা, যেতো মসজিদে ভজিত সবে আল্লায়।
করিতো না চুরি বাড়াতো না ভুরি, একে একে সবে পাল্লায়।
আজতো এখন মসজিদে গেলে দেখা যায় মরুভুমি।
কিন্তু আবার ফেসবুকে গেলে ধর্মকে চুমাচুমি।
ফেসবুককে বানিয়েছে তারা ধর্মের এক জাদুঘর।
ধর্ম নিয়ে তর্ক করে, ভাব নেয় যেন ইমানধর।
মসদিজে আজ না এসে কেন ফেসবুকে করো ধর্ম?
কেন আবার গীবত করো পরিয়া ইমান বর্ম?
দেই শত ধিক্কার
তোমরা যারা জ্ঞান দিতে আসো ফেসবুকে ইমান শিক্ষার।
যত জ্ঞানী  গুণী ফেসবুক ছেড়ে চলো মসজিদ পাড়ে।
দুর করো সব কালো কাজ, আনো মনুষ্যত্বকে ধরে।
আল্লার কাছে ক্ষমা চাও আজি তওবা করিয়া লও।
দুর করো সব অনিয়ম আর ইমানকে পিঠে বও।
সর্বদা মনে ধারন কোরো মৃত আত্মার ডাক।
তবেই পৃথীবিতে শান্তি আসবে, থাকবে না কোনো ফাক।।