তুমি ভালোবাসোনি কোনোদিন, আমি ভালোবেসে গেছি একা,
মুখ ফিরিয়েছো বারে বারে, তবু আমি চেয়ে গেছি হোক ফের দেখা।
হোক কথা একবার ফের, চোখেতে পড়ুক ফের চোখ,
পুণঃবার মুখ ফেরাবি তা আমি জানি, তবু শেষ একবার হোক! দেখা হোক!


ভালোবাসি কতটা জানি না, শুধু মনে পড়ে বারে বারে,
যবে থাকি একা, আধারে, তোর পদধ্বনি শুনি মগজের দ্বারে!


জানি না কি হলো যে আমার ফের আজ, শত শীত কেটে গেছে তবু,
তোর স্মৃতি আজো তাড়া করে, হৃদয়ে বেদনা দেয়, ভুলতে পারিনা তোরে কভু!


কতবার অভিমানের পর্দা করে ফুটো, উকি আমি দিয়েছি উঠানে,
ভেবে ভেবে মগজ ক্লান্ত আজ তবু, তুই ফিরে তাকালি না (মোর) পানে।


সত্যি ক্লান্ত আমি ভীষণ ভাবে আজ,
তোর কথা মনে বাজে ভুলে যাই কাজ।
তুই তবু দেখলি না ফিরে,
রয়ে আমি গেছি আজো, গোধুলী আধারে।


তুই ভালোই আছিস জানি আমি, অন্য কারোর তরে কেঁদে।
পৃথিবীর নিয়মই যে এই, চক্রাকারে ব্যাথা ফিরে আসে, হৃদয়ে সবারই কাঁটা বেঁধে।