কষ্ট বেচি, কষ্ট বেচি, হরেক রকম কষ্ট।
ফরমালিন মেশাইনি, তবু হবে না কখোনো নষ্ট।
কষ্ট বেচি কষ্ট।


কোনো একদিন গিয়েছিলাম আমি কিনতে কিছু সুখ।
কম দামেতে কষ্ট কিনে ভরে রেখেছি বুক।
কষ্ট গুলো এতই ভারি যাচ্ছে না তা বওয়া।
তাইতো আজি কষ্ট বেচতে ব্যাবসায়ী মোর হওয়া।
কেউ কি আছো?
কিনবে কি কেউ?
আমার থেকে কষ্ট।
কম দামে দেবো, গ্যারান্টি আছে, হবেনা কখোনো নষ্ট।
কষ্ট বেচি কষ্ট।


কষ্ট গুলো বেচতে আমি হচ্ছি নাজেহাল।
কেউ কিনে না কষ্ট আমার, বলে "এসো কাল।"
কষ্ট পিঠে বইতে গিয়ে যাচ্ছি হয়ে গুজো।
কেউ নাই হায়, যে কিনা ভাই আমার কষ্ট গুলো বুঝো।


কেউ কি নাই সুখ না খুজে কষ্ট কিনতে চাও?
এসো তবে, যত চাও তুমি কষ্ট কিনে  যাও।
স্বল্পমূল্যে বেচবো কষ্ট ১০টাকা এক কেজি।
কে কিনবে, আসো ওগো ভাই, তোমাকেই তো খুজি।


আমার কাছে কষ্ট কিনলে  ঠকবে না, দিচ্ছি কথা।
চোখের জলে বালিশ ভেজাবে, ভেজাবে তুমি কাথা।
আমার কাছের কষ্টগুলো এক্কেবারে দেশি।
দিচ্ছি কথা কম দামেতে কষ্ট দেবো বেশি।


কষ্ট বেচি, কষ্ট বেচি, ৫০০ টাকা ঝাকা।
১ কেজি নিলে তোমায়তো ভাই দিতে হবে ১০ টাকা।
সত্য বলছি  কষ্ট আমার এক্কেবারে খাটি।
কিনে নাও কেউ কষ্ট আমার, বেচতেছি বেধে আটি।
কষ্ট বেচি, কষ্ট বেচি
এক্কেবারে খাটি।