একদিন আমি হারিয়ে যাবো, করবে না কেউ খোঁজ।
হারিয়ে যাওয়ার খুশিতে আমার বাড়িতে হবে ভোজ।
হয়তো সেদিন বলবে কেউ লোকটা ছিল না ভালো।
আবার কেউ শোক দেখাতে করবে মুখ কালো।
দুদিন পরেই ভুলবে মোরে, রাখবে না কেউ মনে।
হারিয়ে যাবো ফিরবো না আর সেদিন এ-মুখ পানে।
যেদিন আমি পারী দেবো এই জগতো সংসার।
চাইলেও আর ফেরা হবে না, ফিরবো না আমি আর।
যে দিন আমি হারিয়ে যাবো, থাকবে পড়ে সব।
পরিবর্তিত হবে না কিছুই, বন্ধ হবে না পাখির রব।


যেদিন আমি খাটিয়া চড়ে দূরে যাবো হারিয়ে।
চাইলেও কেউ পারবে না মোরে রাখতে ফিরিয়ে।
আজকের মতই তাঁরাগুলো সব উঠবে আকাশে ঠিক।
চাঁদটাও এক স্থানেই রবে, বদল হবে না দিক।
শুধু থাকবো না, সেদিন আমি দেখতে তাঁরা,চাঁদ।
আমার জন্য সেদিনতো কেউ করবে না ফরিয়াদ।


এত সুন্দর পৃথীবি ছেড়ে যাবো যেদিন চলে।
খুবসহযেই সবাই মোরে যাবে সেদিন ভুলে।
থাকবে পড়ে চন্দ্র,তারা। ঠিক যেমনটি আছে।
দেখার জন্য থাকবো না আমি, হারাবো মাটির নিচে।


হারিয়ে যাবো, খুঁজবে না কেউ, রাখবে না কেউ মনে।
হারিয়ে যাবো,  খুঁজবে না কেউ, করবে না ট্রাই ফোনে।
হারিয়ে যাবো, খুঁজবে না কেউ,  দেবেনা বিজ্ঞাপন।
মাইকে শুধু বলবে সেদিন মারা গেছে সুমন।
যাবেনা হয়তো কারোর কানে আমার মৃত্যু বানী।
অন্ধকারেই রয়ে যাবে মোর মৃত্যুর বানী খানি।
তাড়াতাড়ি করে কবর দিবে,  রাখবে না মোরে কাছে।
সেদিন আমার স্থান হবে ঐ সাড়ে তিন হাত নিচে।