কি অবলীলায় আমাকে ভুলে যাওয়া যায়!
কতটা সহজ আমাকে ভুলে যাওয়া!
মাত্র কয়েক সেকেন্ড প্রয়োজন আমার স্মৃতি মুছে ফেলতে।
আমাকে মনে রাখার কারনও ছিলনা হয়তো কোনো।
আমিতো আর দশটা প্রেমিকের মত আচমকা তোমার হাত ধরে বসিনি।
কখোনোই তোমার ঠোটের উষ্ণতা মাপিনি আমার ঠোটের থার্মোমিটারে।
বর্তমান প্রেমিকদের মত তোমার অন্তর্বাসের খবর রাখিনি ভুল করেও।
তুমি যখন কেমন আছি'র উত্তরে 'পেট ব্যাথা করছে' বলেছো আমি তখনও তোমার পিরিয়ড চলছে কিনা জিজ্ঞাসা করিনি।
কখোনোই আসর পেতে বাসরের গল্প জুরে দিইনি।
এগুলো ছাড়া কি আর প্রেম জমে বলো?
তাহলে কেনই বা তুমি মনে রাখবে আমাকে!


রাত জেগে কবিতা লিখলেই কি আর প্রেমিক হওয়া যায়?
যার কিনা প্রেমিকার দেহের প্রতি  তুমুল আগ্রহ নেই।
যে প্রেমিক প্রেমিকার দেহের আয়তন পরিমাপ করে না।
যে প্রেমিক প্রেমিকার নাভিতে হাত বুলিয়ে দেয় না।
এমন প্রেমিককে কি আসলেই মনে রাখা যায়?
এমন প্রেমিক কি আসলেই স্মরণীয় হওয়ার যোগ্য?
এমন প্রেমিকের সাথে প্রেম করে কোনো লাভ আছে?
এমন প্রেমিককে অর্থাৎ আমাকে ভুলে যেতে আসলেই মাত্র কয়েক সেকেন্ড প্রয়োজন।
এমন প্রেমিককে অবহেলা করা ভীষণ সহজ।
ভীষণ অবলীলায় এমন প্রেমিকের রাত জেগে লেখা কবিতাগুলোকে ছুড়ে ফেলা যায় নর্দমায়, ডাষ্টবিনে।
কি ভীষণ সহজে আমাকে ভুলে থাকা যায়।