কতটা নির্লজ্জ হতে হয় ভালবাসলে তাই না!,
এইযে তোর নিরবিচ্ছিন্ন অবহেলাগুলো আমি বুঝেও না বোঝার ভান করে থাকি।
তোর আমাকে অপছন্দের ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াকেও অন্ধত্বের ভান করে এড়িয়ে চলি।
আমার রচনা তুল্য কথার পিঠে 'হ্যাঁ, হুম,না' উত্তরগুলো অবলীলায় উপেক্ষা করে যাই।
উপেক্ষা করে যাই তোর বলা বিদায়।
নির্লজ্জের মত বলে ফেলি 'আর কিছুক্ষণ থেকে যাও প্লিজ'
আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা ধরে ফেলার পরও তোর পথ রুখে দেই বোকা হওয়ার ভান করে।
অনলাইন থাকার পরও যখন আমার মেসেজ আনসিন রাখিস কত অবলীলায় 'ব্যাস্ত?' লিখে পাঠাই।
কি অদ্ভুত ভালবাসা তাই না?
যে কি না তার সবচাইতে কাছের বন্ধুর রাগ ভাঙ্গাতে চেষ্টা করে নি কখোনো।
যে কি না তার ইগো ধরে রাখতে অত্যধিক প্রিয় বস্তটাও ত্যাগ করেছে অনায়াসে।
সে আজ তোর শত অবহেলা, অপমান সহ্য করে তোর পিছনে পরে আছে।
ভালোবাসতে কতটা নির্লজ্জ হতে হয় তাই না?