ঝড় তুফানে ভেঙে যায়
কতো পাখির বাসা।
তবুও পাখি বুনে বাসা
বুকে নিয়ে আশা।

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ।