শিরোনামে :- বসন্তের রং
কলমে :-  মোঃ সুমন মিয়া

বসন্তের লাল রঙে
রঙিন এই ভুবন,
চারিদিকে দেখা যায়
শিমুলের সমাগম।

লালের মাঝে হঠাৎ
হলুদের আগমন,
পলাশ শিমুলে আজ
রাঙ্গাবে ভুবন।