অগ্রহনযোগ্য পথ; বলা যেতে পারে তাঁকে নেয়া যাচ্ছিলোনা
রহস্যময় জানালা— পাদুকায় প্রচীন রহস্য জটলা বাঁধা  লতা


বিরামহীন ছুঁটেচলা পিরোজপুর-বরিশাল-মঠবাড়ীয়া— হাওয়া
কিছু সঙ্গীত কিছু বিস্তৃত মেঘ যেনো প্রলোতারিয়েত বেহায়া


গল্প সব মানুষের লেখকের— এককের— পাখিদের আকাশে
কিছু কিছু যাযাবর জীবনের গল্প থেকেও নেই সময় নীনাদে
                                
বস্তুত হাওয়াদের কোনো দেশ নেই, জীবন গল্পের রেশ নেই
অব্যক্ত কথার অলেখ্য নিবিড় সব ইশারা তোমাতে-আমাতেই