যে নারী তার প্রেমিকের শুদ্ধতা নির্ণয় করতে জানে না, তার জন্য সান্ত্বনা ।

কালজয়ী গণিত পুত্র রাফিকের হাতে কিছু থাকে না; হিসেবে মেলে না ।

রক্ত রাঙা হৃদয়ে
মেয়েটার তৃতীয় নয়নে যখন সমুদ্র বিষাদ জল আসে ,

তখনো সে জানেনা কোন ঢেউ পুরুষ তাকে কুলের মত ভালোবাসে ।

অপাত্রে যে তার সমস্ত চুম্বন বেঁচে দেয় ; অচিরেই প্রবঞ্চনার ঘরের বউ ।

সমুদ্র মলমের ক্ষপ্পরে মরে সে , আসে পাড় ভাঙা দুরন্ত কালো ঢেউ ।