এমন বড় চাই না আমি, চাই না হতে একা
বড় হয়ে চোখের আড়াল; না হয় যদি দেখা।
পরিবারের সবাই মিলে এক মজার শৈশব
বড় হয়ে ছড়িয়ে যায়; কে থাকে কৈ সব।
ছোট বেলার রাগ গোস্যা; হয় সে খেলার মত
খেলা শেষে ইতি ঘটে রাগ অভিমান যত।
স্বার্থ থাকে খুবই ছোট সবাই মিলে’ক সাথে
সকাল বেলার মান অভিমান শেষ হয়ে যায় রাতে।
বড় বেলায় চোখের ভ্রম সুক্ষ অতি কিছু
কুচক্রী কেউ অন্তরালে টেনে ধরে পিছু।