রুপের রানী সবাই জানি -
রুপের নাইতো শেষ।
বাংলা মোদের মাতৃ ভুমি
বাংলা মোদের দেশ।


বাংলা মায়ের চারটি ছেলে
বাংলা ভাষায় কথা বলে
হিন্দু, মুসলিম,বদ্ধ, খৃষ্টান
বাংলা মায়ের সবাই সন্তান।


মোদের গরব মোদের আশা
বাংলা মোদের মুখের ভাষা।
এই ভাষাতে কথা বলি
এই ভাষাতেই ভাব যে লিখি।


তাইতো মোরা বাহান্নতে
মায়ের ভাষা ছিনিয়ে নিতে।
করি আন্দোলন, শহিদ হলো
ছালাম রফিক আরও কতজন।


সে দিনের সেই অগ্নি ঝরা দিন-
ভুলেই গেছি শোধ না হতেই ঋৃন।
আর কি ফিরে পাব মোরা
হারিয়ে যাওয়া দিন।


বাংলা ছেড়ে অন্য ভাষায়
চর্চা করে আজকে যারা,
রুপের রানী বাংলা মা'রে
করছে অপমান।


বলছি তাদের আজই তারা
এ দেশ ছেড়ে যান।


======================
   রচনাকাল- ২৮ শে পৌষ ১৪২৪ বাং
                 ১১ জানুয়ারি ২০১৮ ইং