এই সমাজে গরীব দুঃখী, করছে বসবাস।
তাদের মাঝে নেই তো কোন সেতুবন্ধনের ফাঁস।


দারিদ্রদের  রক্ত চুষে যারা গড়ছে অট্টালিকা,
এই সমাজে তারাই যেন সবচেয়ে বড় ভূখা।।


গরিব দুঃখীর রক্ত চুষে, য়ারা করছে সমাজসেবা,
সমাজটাকে আজকে তারাই দিচ্ছে রে ভাই ধোকা।


চালাক চতুর নয়তো গরিব তাইতো শেখায় ধোঁকা
অসহায় আর গরীব দুঃখীরা চিরকালই বোকা।।


সত্য ন্যয়ের ধারণা ধেরে করছে গলাবাজি,
এই সমাজের বিচার কাজে তারাই বড় কাজী।


দেউলিয়া এই সমাজটাকে কর না মেরামত।
যতই আসুক বাধা-ওরে ছাড়িস না সেই পথ।।


এস এম আলতাফ হোসাইন সুমন,
নিজ বাসভবন, হাতীবান্ধা, লালমনিরহাট।
১৭/০১/২০২৩ / বাং ১৩ মাঘ ১৪৪৪


==========================


               Bankrupt society


                         S M Altaf Hossain Suman


The poor are living in this society.
There is no bridging gap between them.


Those who suck the blood of the poor and build buildings,
They are the biggest losers in this society.


Sucking the blood of the poor, doing social service,
Today they are cheating the society.


The clever is not clever or the poor teach the trick
The helpless and the poor are always fools.


The idea of ​​true justice is grasping,
They are the big ones in the justice work of this society.


Do not repair this bankrupt society.
No matter how many obstacles come, don't leave the path.


SM Altaf Hossain Suman,
His residence, Hatibandha, Lalmonirhat.
17/01/2023 / Bang 13 Magh 1444