************************
তুমি এমন কেন হায়!
তোমায় চাই  দিলেনা সারা আমায়!
তবে কোন আবেশে সেইদিন ?
তোমাতে আমাতে হয়েছিলাম বিলীন। সেই আকর্ষণে আজ আমি,
হয়েছি অস্থির, কোথায় তুমি ?
যার আকর্ষণে মোর এ আকর্ষণ,
আজ সেই তুমি চলে কর বিকর্ষণ।
ওগো কি চাও তুমি ?
আমার নও!  অন্য কার তুমি?
প্রণয় তোমার চাওয়া নয়,
বলেছ মোরে তুমি অভয়,
জানি পরিবেশের কঠোর চাপে,
তুমি চাওনা মোরে সেই পাপে।
সেই জন্যে আজ,
ভুলাইতে মোরে নিলে সেই সাজ।
সাজিলে তুমি যেন কৃষ্ণের রাধা,
হলেনা তুমি মোর পার্বতী দিলে বাধা।
জানি তোমার মন কি চায়!
আমি ঘৃণা করি প্রেয়সী তোমায়?
তুমিত বুঝিলেনা-
মনের টানে মনের হয় লেনাদেনা!
পরিবেশ মেরেছে মন তোমার,
তাইতত বোঝনা তোমাতে আমার,
বাঁচে প্রাণ,  উদাসীনতায় তুমি-
থাক বিভোর!  কভূ ভাবনা অন্তর্যামী।
তোমায় ভালবাসি বলে,
চাই না ওগো, পারি না কভূ ছলে,
ভূলিতে তোমার মত করে
চাও যেমন আমি যায় মরে,
তুমি আছ বলে আমি আছি,
তোমার চাওয়া অপূরন রাখব না ছি!
পরিবেশের চাপ, মনের প্রভাব,
পরিবারের মাঝে কঠোর চাপ,
সর্বত্র মুক্তি চাও সারাক্ষণ
ভাব নিরবে মরে ভাসাতে কুলক্ষণ।
সবই দুরে থাক, দিলাম মুক্তি আজি,
তোমাতে আমি থাকব না আর মজি।
দিলাম মুক্তি -
তোমায় প্রিয়সী!  তুমি এখন,
নিজের মত করে কর বিচরণ।
কোন দুঃখ স্বপ্নের বশে
যেন এসেছি তোমার পাশে।
তুমি এ ভাবনার মাঝে,
মগ্ন রও সুখে নিজ কাজে।
যদি জাগে মন, কোন দিন কোন ক্ষন,
মুছে ফেল স্মৃতি।
আজ হায়-
তোমায় মোর প্রণয় থেকে দিলাম বিদায়।
আজ মোর ক্লান্ত শান্ত,
ক্ষুন্ন মন ভাবিতে ভাবিতে,
বলছে আর চাইব না তোমায় প্রেমের দাবিতে।
ও অচেনা মন থেকে তোমায়-
প্রেমের বন্ধন থেকে চির বিদায়...।।


======================
রচনাকাল-১০/০৬/১৯৯৮