ক্ষমতায় তাই মারছে দাপট,
করছে রে ভাই যাতা;
আর কত কাল থাকবে ওরা,
হয়ে মাথার ছাতা।


দেখরে সবাই আজকে ওরাই
করছে চাপা বাজি,
ভয় পেয়ে তাই অনেক নেতাই
খাচ্ছে রে ডিগ বাজি।


এ ভাবে আর চলবি রে তুই
আর যে কত কাল;
সময় হলেই বুঝবি ওরে
এই ক্ষমতার ঝাল।


জনগনের ভাগ্য নিয়ে,
করিস না আর খেলা;
বিপদ কালে পালিয়ে যেতে,
কেউ দিবেনা ভেলা।


এখন তোদের ভালো সময়,
তাই জনতা জেগে ঘুমায়;
তাই বলে কি তাদের কথা,
ভুলে গিয়ে করবি যাতা।


আমজনতর কথা ভুলে,
নেতা কর্মী যাচ্ছে ফুলে
এই সত্যটা আজ যে বলে,
তাকেই ধরে দিচ্ছে জেলে।


গরীব দুঃখীর হক যে মেরে,
ওরাই যে আজ খাচ্ছে কেরে;
এসব কথা বলতে গেলে,
কোটে তাহার মামলা চলে।


মাথায় তাদের আসছে যেমন,
আইন যে পাশ করছে তেমন।
বলিস না আর কিছু, যেমন চলে-
তেমনি ভাবে চলনা পিছু পিছু।


=======>======>=======
রচনাকাল-২৭/০১/২০১৮ইং
             ১৪ মাঘ ১৪২৪ বাং