মানব জীবনে অবিরাম চলেছি পথ,
পথের নেইতো শেষ।
জীবনে এসেছে কত যে বন্ধু-
কতজন সাথে রবে অবশেষ।


চলার পথের পরিসংখ্যানে,
কত জনে যে হয় পরিচয়।
এদের মধ্যে কতজন অবশেষে,
আপন জনে হয় পরিনয়।


পথের দেখায় কত যে মানুষ
অকালে হারিয়ে যায়।
হৃদয়ের গভীরের আসনে বসিতে
কত জন বল পায়।


ব্যাথিত হৃদয়ে ব্যাকুলতা নিয়ে
যে জন খুজিবে মোরে,
ঘাত প্রতিঘাতে আরও শত আঘাতে
যাবে নাতো সে কখনও ছেড়ে।


পথ চলার মাঝে হাজারও আঘাতেে
যে জন যোগাবে শক্তি।
সেইতো আপন, মোর প্রিয় জন,
সর্বদা করিবো তারে ভক্তি।


শেষ বিকেলে শত কোলাহোলে
না ছাড়িবে কখনও পাস।
যার উদরে মাথা রেখে ওরে,
ফেলিব জীবনের শেষ নিঃশ্বাস


রচনা:-
১৮/০৯/২০২০,
৩ আশ্বিন ১৪১৭, নিজ বাস ভবন, হাতীবান্ধা, লালমনিরহাট।
<><><><><><><><><><><>


       "Farewell Remembrance"
                 S M Altaf Hossain Sumon


The endless path in human life,
There is no end to the path.
How many friends have come to life-
Robe remains with how many.


In walking statistics,
How many people know that.
How many of them finally,
Apan jane is parinaya.


The path shows how many people
Lost prematurely.
To sit in the deepest seat of the heart
How many people get the ball.


With longing for a broken heart
Whoever seeks more,
Hundreds more blows in retaliation
He would never leave.


Thousands were injured on the way
That will give you strength.
That's you, my dear,
I will always do devotion to him.


Hundreds of noises in the last afternoon
Will never leave.
In whose womb he puts his head,
Felib is the last breath of life


Composition: -
18/09/2020,
3 Ashwin 1427 own residence, Hatibandha, Lalmonirhat.