হৃদয়ের কাঁন্না সেতো শুনেনা
শুনবেনা কোন দিন জানি।
কেঁদে শুধু ফিরে মানুষের ভিরে
মোর ভালোবাসা খানি।


যে বাণী নিরবে কাঁদছে-
তুমি তাঁকে কি বলবে ওরে পাশানি।
যে আশা ক্ষনিকেই ঝরে যায়
তুমি তাঁকেই বা কি বলবে শুনি?


যে প্রেম কেঁদে ফিরে তোমারি দ্বারে-
তুমি তাকেই বা কি বলবে?
যে আঘাত ফিরে আসে বারে বারে
হৃদয়ের কোন এক গভীরে।


যে প্রেমিক পাগল বেসে ঘোড়ে বনে বাধারে
তার কি আপরাধ বল তুমি।
তার যে ভালোবাসার খানি,
সে কি মিথ্যে, নাকি সত্য বলে জানবে তুমি।


যে বাণী নিরবে কাঁদছে,
শুধু কেঁদে কেঁদে ফিরছে ;
তুমি কি জানতে চাইবে না
কি বাণী, আর কেনইবা কেঁদে ফিরছে।


=====================


রচনাকাল-৫ জানুয়ারী ১৯৮৯
             সুজানগর, পাবনা।