নিরপেক্ষ নীতিতে চলছেরে আজ
সমগ্র মানব জাতী,
আধার পথে প্রলয়োল্লাসে
নিবু নিবু প্রদীপ বাতি।
কে রুখিবে আজ, কে দেখাবে পথ
কার আছে সে হিম্মত,
ভ্রান্ত পথে চলমান জাতীর এই
ভাঙ্গিতে সকল নীতি।


যুহে যুগে  কত যে, মহামানবের
জন্ম হয়েছে এথায়
জীবদ্দশাতে কেহতো বোঝেনি
তাদের মন ব্যাথা।
সৃষ্টির সেরা আজ মানব জাতি হায়
নিজে নিজে হয়েছে ছোট
নিজেদের তৈরী নিয়ম নীতি পানে
কেন তবে সকলেই ছুট।


নিজেদের দাম নিজেরা কেন আজ
ধুলায় মিশিয়ে দিতে,
বসিতে চলেছো দাদাদের দেওয়া-
না দেখে ভাঙ্গা পিরিতে।
ভ্রান্ত পথে চলেছি আমরা যে
নিজে নিজে ভুল বুঝে,
সত্য ন্যায়ের পথ খুজে এসো
সকল সৃষ্টির মাঝে।


রচনা- ৬/৯/২০২০ ১৭:৩৮


"""""""""""'''''"""""""""""""""""'""""
In the wrong way


Today we are following a neutral policy
The whole human race,
On the way to Aadhaar
Nibu nibu lamp lamp.
Who will stop today, who will show the way
Who has the guts,
This is a nation going astray
All principles in the break.


How much in the age of Juhe, the great man
Born here
No one understood in his lifetime
Their minds ache.
Woe to the human race today, the best of creation
By itself has been small
Self-made rules get principles
Why, but everyone is running.


Why price yourself today
To mix with dust,
You're going to sit down, given to you by your grandparents.
In the broken piri without seeing.
That we are on the wrong path
Misunderstood,
Let's find the way to true justice
In the midst of all creation.


Composition - ৬/9/2020 16:38