-------------------------------------
কালের গর্ভে ঘুরছে মানুষ
ঘুরনি পাকেই হয় যে শেষ,
জীবন চলার মাঝেই সে যে
করতে চায় যে শুধু আয়েশ।


হায়াত মৌওত রিজিক দৌলত
থাকতো যদি হাতে তার
তবে হয়তো ভাবতো মানুষ
স্রষ্টা নিজেকে।


রক্ত মাংসের সৃষ্টি মানুষ
মাটির তৈরী একটি ঘরে,
থাকতে হবে সারা জীবন
থাকবে সবই তার পড়ে।


মোদের আগেও গেছেন অনেক
বাদশা গুনী হাজার জন,
এই জগতের কর্তৃত্ব তাদের
ছিল বলরে কতক ক্ষন।


কালের গর্ভে হারিয়ে যাবো
আমরা মানব সকল জাতি,
প্রজন্ম কি আর থাকবে সেদিন
জ্বালাতে মোদের শেষ বাতি ।


কিসের গৌরব কিসের আশা
কিসের এতো অহংকার,
কি ক্ষমতা আছেরে তোর
আল্লাহ নবীর পর।


কোন ক্ষমতার করিসরে বড়াই
কিসের এতো দম্ভ তোর,
মৃত্যু এলেই নিভে যাবে
জীবন বাতির লম্প মোর।


************************
৩১ মে ২০১৮, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৫
১৪ রমজান ১৪৩৯/ নিজ বাসভবন