মাগো তুমি এই জাহানের সেরা উপহার-
তোমায় পেলে এই জীবনে চাই না কিছু আর।
মোদের দুঃখে কাঁদছো তুমি, হাসছো মোদের সুখে-
কি করিলে থাকবি মা তুই সারা জীবন সুখে।
আমার মায়ের মুখের হাসি কারতে যারা চাই-
প্রয়োজনে প্রথম মাগো পড়ব তাহার পায়।
তাতেও যদি না মানে সে, ধরবো জীবন বাজি-
অস্ত্র হাতে যুদ্ধে যেতে, আবার মোরা রাজি।
তবু তোমার একটু মাটি ছাড়বো নাকো মোরা-
শহীদ যদি হয় মাগো আজ সংঙ্গী সাথী যারা।
মা গো তোমার ডাক যদি পাই, আবার মোরা কভু-
আসব ছুটে আবার মোরা, কছম মোদের প্রভু।
মাগো তোমায় রক্তে কেনা, মনিল মুখের হাসি-
তোমার তরে হাসি মুখে, পড়ব গলায় ফাঁসী।
মাগো তুমি এই জাহানের সেরা উপহার-
কোন দিনও ভুলব না মা আমরা তোমায় আর।