------------------------------------
বাংলায় আমাদের বসবাস আমারা যে বাংলায় কথা বলি,
আমরা কি মানুষ নাকি আমাদের পরিচয় শুধু বাঙালি।
আমাদের কৃষক, শ্রমিক,  দিনমজুর মুঠে আর কুলি
সকলের মুখে একই বুলি আমরা কি মানুষ না বাঙালি।


আমরা গাহি সাম্যের গান এক সুরে এক সাথে সকলি-
আমরা বাংলাদেশী বাংলা ভাষি আমরা কি মানুষ না বাঙালি,
আমরা কৃষক মজুর আমরা শ্রমিক মুঠে কুলি,
আমরা কি মানুষ নাকি শুধু বাঙালি ।


এক স্রষ্টায় বিশ্বাসী নইতো আমরা সকলি
তবু করি তারই ইবাদত গাহি গুন গান এক সাথ সকলি
এখনতো ঘোর কলি তাই আজ আমরা বার বার বলি
আমরা কি মুসলিম নাকি শুধু বাংলা ভাষি বাঙালি।


হে বঙ্গ জননী করে রেখেছো শুধু আমাদের বাঙালি
হাজার শত যুগ পড়েও আমাদের মানুষ করতে পারোনি,
তাইতো আমারা নিজেদের মাঝে নিজেরাই
এখনও একে অপরের রক্ত দিয়ে খেলছি যে হলি।


চলবে-
১৭/০৮/১৬