অপরাধীর স্বর্গ রাজ্য


      এস এম আলতাফ হোসাইন সুমন


ছিনতাই, খুন, ধর্ষন,
                     আর রাহাজানি-
দেশে আজ বেড়ে গেছে,
                     সবাই তাহা জানি।
বিচার হয় না তাদের
                    এ সমাজে আজ,
তাই তারা বুক ফুলিয়ে,
                  আজও করে কাজ।
কার আছে সাধ্যটা,
                 কার ঘারে ক'টা মাথা,
তাদের বিরুদ্ধে আজ,
                 বলে কোন কথা।
এ সমাজ কি ঘুনে ধরা,
                 পোঁচে গেছে বুঝি,
মিছে মিছি আজ কেন?
                শান্তি সবে খুজি।
জাতির বিবেক যারা,
                মার আজ খায় তাড়া
অন্যায়ের কাছে বুঝি,
                আজ পরাজিত মোরা।
সত্য যারা তুলে ধরে,
                অপরাধ কি তারা করে?
প্রশাসন কেন তবে,
                আজ নির্যাতন করে।
সময় বদলে গেছে,
                 সাবধান হও  যাত্রী সবে,
জনগণ খেপে গেলে,
                 রক্ষা কেহ নাহি পাবে।
দেশ আর মানুষের
                 ক্ষতি করে কে বাঁচে,
ইতিহাস ঘেটে দেখো,
                  উত্তর পেয়ে যাবে।
অপরাধ করে যারা,
                 কিভাবে যে বাঁচে তারা,
এ সমাজে ন্যায় বিচার,
                 আর কবে হবে।
অন্যায় কাজ যেন,
             আজ ন্যায় মনে হয়,
বিচারের বানী তাই,
             আজ কেঁদে ফেরে হায়।


""""""""""""""""""""""""""""""""''
২৪ এপ্রিল ২০১৮, ১১ বৈশাখ ১৪২৫
৬ সাবান ১৪৩৯ হিঃ, রোজ-মঙ্গলবার
E-mail:-sumonnewsbd@gmail,com
মোবা- +৪৪০১৭১২-৪১৩৮৯১