পল্লী গায়ের মেয়ে


এস এম আলতাফ হোসাইন সুমন


পল্লী গায়ের মেয়ে তুমি ছিলে
পল্লী গায়ের মেয়ে
দেখে তোমারে নদী ঘাটে
ভেবে গিয়াছি নেয়ে।


নুপুর পায়ে নদীর ঘাটে
জল আনতে গিয়ে
ছলাৎ ছলাৎ জলের শব্দে
তন্দ্রা দিয়েছো ভেঙ্গে।


                     পল্লী গায়ের মেয়ে
কবিতার মাঝে খুজেছি তোমারে
কলমের আচর দিয়ে,
খৌপাতে তোমার রক্ত গোলাপ দিয়ে
অন্যরে করেছো বিয়ে।


হারিয়ে গেলে যে আজকে কোথায়
কোন সুদুরে গিয়ে।
চোখে কি পড়ে আমার তরনীর
শত মানুষের ভীরে।


পল্লী গায়ের মেয়ে তুমি ছিলে
পল্লী গায়ের মেয়ে।
ব্যাকুল প্রেমের ব্যথা জেগে উঠে
তোমার ছবি পানে চেয়ে।


শীতল জলে গোসল করিতে
উঠো আজ খুব ভোরে,
নতুন সাথীরে পেয়ে আজ তুমি
গিয়াছ ভুলিয়া মোরে।


তোমার দুটি আঁখির কোনেতে
ছবি কি গো মোর ভাসে।
আমার কবিতা পড় কি গো আর
সারা রাত্রি আর জেগে।


পল্লী গায়ের মেয়ে তুমি ছিলে,
পল্লী গায়ের মেয়ে;
হৃদয় কি তোর ছুয়ে ছিল সেদিন,
লেখা গান খানি গেয়ে।


তোমার কথা ভেবে ভেবে আজও
কেঁদে করিয়াছি কত ভোর,
বুকের ভিতর ব্যথার পাহাড় মোর,
ডাকিলেও খুলিবে না আর ডোর।


"""""""""""""""""""""""""""""""""
১৯ এপ্রিল ২০১৮/ ৬ বৈশাখ ১৪২৫
২ শাবান ১৪৩৯, বৃহস্পতিবার
নিজ বাসভবন
E-Mail:-sumonnewsbd@gmail.com
মোবা-+8801712-413891