হারিয়ে যাওয়া বসন্ত
____সুমন প্রধান
বসন্ত এসে গেছে
হাওয়ার দোলায় রঙিন স্বপ্নের ঘ্রাণ__
শিমুলের ডালে আগুন লেগেছে
কোকিলের সুরে বেজে উঠেছে__
অতীতের বিস্মৃত গান।
তবু হৃদয়ের গহীনে
একটা শীত রয়ে গেছে—
সেই শীত, যা ছুঁয়ে আছে
একটা হারিয়ে যাওয়া নামের স্পর্শ__
একটা অপূর্ণ  ভালোবাসার শেষ কথা।
বসন্ত তো এলো
তবু কি সত্যি রঙ লাগল মনে?
সত্যি কি এ মন বসন্ত পেল__
নতুন কুঁড়ির ভিড়ে
কিছু শুকনো পাতা পড়ে থাকে__
আমার বুকে জমে থাকা
কিছু না বলা কথার মতো।
তবু আমি হেঁটে চলি
বকুলের সুগন্ধ মেখে__
মনে মনে এক নিঃশব্দ প্রতিশ্রুতি নিয়ে—
একদিন আমিও ফুটব
এই ফাগুনের রঙে__
নতুন কাব্যের সুর হয়ে!