নির্দোষ অপরাধী
সুমন প্রধান
কোনো কারণ ছাড়াই__
অনেকের কাছে আমি খারাপ,
কোনো কারণ ছাড়াই__
অনেকে ভুল বুঝে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।
কোনো দোষ ছাড়াই__
আমি দোষী হয়েছি,
অপরাধ না করেও __ অপরাধী,
প্রেম না করেও __ প্লেবয় হয়েছি,
ভালোবাসা ছাড়া __ প্রেমিক হয়েছি।
কথা না বলেও __ বাচাল হয়েছি,
নিজের প্রাপ্য না নিয়েও__
নাকি বেশি নিয়েছি।
ভালোবাসার প্রপোজ করেছি __
বলে কি আমি খারাপ হয়েছি!
মিথ্যা না বলেও __
মিথ্যাবাদী হয়েছি।
মজা,দুষ্টুমি, ইতরামি করাও__
সিরিয়াসলি হয়েছে।
তোমাদের ভালো চেয়েও __
আমি খারাপ হয়েছি।
আমার সিরিয়াসলি কথা__
হচ্ছে এখন বৃথা,
আসলে আমি নিজেই নিজেকে হারিয়েছি।