প্রেমের বসন্ত
সুমন প্রধান
তুমি এলে বসন্ত এলো প্রাণে উঠল সুর__
হাওয়ায় ভাসল ভালোবাসা রঙিন ফুলের নূর।
পলাশ ফোটে কোকিল গায় দখিনে বাতাস বয়__
তোমার চোখে হারিয়ে গিয়ে ভাসতে হৃদয় চায়।

তুমি ছুঁয়ে দিলে যেন সব রং নতুন হয়__
শুকনো ডালেও কুঁড়ি ফুটে মনের দোলায় রয়।
বসন্ত মানে তোমার ছোঁয়া ভালোবাসার ঘ্রাণ__
তুমি আছো তাই তো জীবন গেয়ে ওঠে গান।