সব শহীদের রক্তবর্ণ হয়ে গেছে কালো।
তাইতো এখন স্বপ্ন দেখি; স্বপ্ন দেখাই ভালো!


লক্ষফুলে শোভন করে, শহীদ মিনার দেখি।
ফেব্রুয়ারি ফুরোলেই সব, নাই হয়ে যায়; একি!


একুশ শুধু একটি মাসের মহাযজ্ঞের মেলা?
বাংলা ভাষার উৎসবে তাই চতুরঙ্গের খেলা?


ভুলেই গেছি ভাষা-শহিদের বংশধরের ব্যথা;
জীবন-গতি কেমন তাদের, ভাবিনি সেই কথা!


পেলাম ভাষা, নাই বা পেলাম বাক্য-স্বাধীনতা।
স্বাধীনদেশে বসত করে, পেলাম অধীনতা।


একুশ তবু হৃদয়জুড়ে, ভাষার কলতান।
একুশ বুকে, একুশ চোখে, একুশের গাই গান।


_____ সুমন শামসুদ্দিন/ ফেব্রুয়ারি ২০২২