আজকে আমার দিন হাসে না!
বিকেলে তার মুখ ভাসে না!
সন্ধ্যেবেলা তারার মেলা;
দেখলো না সে করলো হেলা!


মেঘের আঁড়ে চাঁদের ছায়া;
নদীর ধারে জলের মায়া।
শাপলা-শালুক ঝিলের জলে,
গভীর ক্ষত আঁধার তলে।


বাঁশের ঝাড়ে ঝিঁঝিঁর বাঁশি,
জোনাক পিদিম রাশি রাশি!
প্রজাপতির পাখনা আঁকা;
মাল্টিকালার স্বপ্ন ঢাকা!


আমার মনের বীণ বাজে না!
উর্বশী তার রূপ সাজে না!
রাত্রি নিথর ভোর আসে না!
আমার গানে সে হাসে না!
______ সুমন শামসুদ্দিন/ জুলাই ২০২২