বর্ণগুলো হাসছে দেখো শব্দ গঠন ভুলে;
শব্দরা তাই সফরে আজ চরণ ডালা তুলে।


চরণসকল বন্দী গৃহে প্রহর গুনছে বসে;
ছন্দ রানী তাইনা দেখে রাগছে ভীষণ রোষে।


মাত্রা এখন অকারণে দিচ্ছে উঁকিঝুঁকি;
ধ্বনিতত্ব ব্যাকরণের বর্ণনাতেই সুখি।


স্বরবৃত্ত ঘুরছে শুধু বৃত্ত বলয় মাঝে;
মাত্রাবৃত্ত মাত্রা খোঁজে বৃথাই সকাল সাঁঝে।


অক্ষর তার মাত্রা ভুলে বৃত্তে খোঁজে গুরু;
কাব্য শেষে সভ্য হয়ে করলো পদ্য শুরু।


বর্ণ থেকে শুরু করে কাব্য রচন শেষে;
কাব্যকথা ভাসলো প্রেমে স্বরবৃত্তের বেশে।


_____ সুমন শামসুদ্দিন/ মার্চ ২০২২