স্বপ্নমোহন গ্রাম ।। সুমন শামসুদ্দিন
---------------------------------------
শহর খুঁজে পাইনি কোথাও কচি ঘাসের ঘ্রাণ;
গ্রামের পথেই গাথা আমার এই হৃদয়ের তান।
বৃষ্টিভেজা স্নিগ্ধ বাতাস সোঁদামাটির গন্ধ;
এই শহরে বৃষ্টি যেন অন্ধকূপে বন্ধ।


পদ্মপুকুর আমের বন আর মেঠোপথের ধার-
গ্রাম ছেড়ে ওই শহরে তার জুড়ি মেলাই ভার।
চাঁদের ছায়া পুকুরজলে কাব্যে ঝরা ফুল;
শহরতলে হারায় যে চাঁদ যান্ত্রিকতাই মূল!


পল্লীগাঁয়ের পূরয়িতা নেই শহরের ঘটে-
পল্লীমায়ের আঁচল ওড়ে সৃষ্টিমূলের পটে!
ঝিলের মায়ায় আলোছায়ায়, জোছনামাখা জল;
শহর আলোয় ঢাকে চাঁদের মোহনরূপের পল।


পল্লীবালার উচ্ছলতা শহর থেকে দূর-
বাঁশেরঝাড়ে ঝিঁঝিঁর ডাক আর বউ কথা কও সুর!
শহরপানে নীরবসুরের তাল খুঁজে না পাই
গ্রাম-নিশীথে নিরবতায় মুগ্ধ হয়ে যাই!


কাশফুলের ওই শুভ্রবন আর ছোট্ট-নদীর তীর
ফড়িং ওড়া ঘাসের বনে ফুল-পাখিদের ভীড়;
গাঁয়ের কোলে দোলে আমার অনন্ত সেই সুখ
কুহক-হৃদের স্বপ্নে ভাসে বাংলামায়ের মুখ।