উত্তরীয় শরত
—————————————————————————
কে পরালো তোমায় এমন বাসন্তি রঙ শাড়ি?
কপোল জুড়ে পায় যে শোভা সিঁদুর রঙ বাহারি!
গাঁদার রঙে চমকআলো দোলে বনের শোভা;
গাঢ় ফিকে হলুদ মিশ্র রঙ কমলার প্রভা!


বন-বনানী নৃত্যরত ফাগুন রঙের খেলা,
মনবাতাসে শিশ দিয়ে যে ডাকছে সারাবেলা!
মহুলবনে মনমহুয়া মধুর আলাপনে,
সিক্ত হৃদয় প্রতিভাসে শরত বেলার ক্ষণে!


হিমেল হাওয়ায় মুক্তডানায় গোল্ডফিঞ্চরা ওড়ে,
উত্তরীয় কার্ডিনালের কূজন ধ্বনির ভোরে।
তরূ-লতা, বৃক্ষ-পত্র হরেক রঙে সাজে!
অরন্যকুল দোলে প্রাণে নন্দিত সুর বাজে!


বিকেল শেষের রোদ্দুরেও বর্ণশোভার মালা,
অবাকচোখে চমক লাগে রঁজনরাঙা ডালা!
মুগ্ধতা আজ পেরোয় সীমা মনমোহিনী রঙে!
ঐন্দ্রজালিক বনান্তে সব ব্যস্ত রঙিন ঢঙে!


_____ সুমন শামসুদ্দিন/ অক্টোবর ২০২২