কিছুটা ঝলসানো দাগ আজ আমাদের সমাজ নামক সচ্ছ চাদরে।
মুখোশের আড়ালে থাকা কিছু নাস্তিক্য.....
টুপির নিচে থাকা পশ্চিমি মাংসাশী পশুর দল,,,
উই পোকার মত খুঁটে চলেছে সমাজের তরুণ তরুণীর
আগামী ভবিষ্যত।।
উনমাদনায় তপ্ত সকলেই,,
এই বুঝি প্রলয় এল।
ওই দেখো রক্ত গগন, ঘূর্ণি বাতাস
মেঘ গর্জনে ফুঁসছে আকাশ।
একটা ঘন কালো মেঘ ছড়িয়ে পড়েছে গোটা নীলম্বর টায়।
একটা প্রশ্ন......"বৃষ্টি বিন্দু কি তোদের গায়ে পরবে না"???
নাকি বেছে নেবে কার মাথায় টুপি আছে আর কার মাথায় নেই।
জানি তোরা বাকশক্তিহীন শিক্ষিত  "অ- বলা" প্রাণি।
তবুও বলি, "হাসিটা ঠিক যেন ইংরেজি তেই হয়"!!!!!!