জঠর থেকে বেরিয়ে আসা একটা আলো
দিগন্ত ছুঁয়ে যায়
কিছু টা গিয়ে সাগরের নীলে মেশে
ঘুরপাক খায় তরঙ্গের সাথে


মাঝে মাঝে কেন এত্ত উষ্ণ হয়
সেই আলোর তাপ?
পুড়িয়ে দেয় অনায়াসে মালকিনের আবেগগুলো


ফ্যাকাসে নারীত্ব-কে ঐশ্বরিক জানি
মাতৃত্ব নিয়ে উঠে দাঁড়ায় সুম্মুখে
পবিত্রতার হাত মাথা ছোঁয়
কই স্নেহ তো মলিন হয় না!