ব্যাকা সংবিধান
সাথে খোল আর করতাল
শাঁখে শাঁকচুন্নি কাটা দিন সব
সুখ রাস্তার ঢ্যামন গতিপথ
কেনা সন্ত্রাস
হুঁকো টান আর হাহুতাশ
বিষে বিশ্ব গলা শুকনো
সোনা জুতো পায় চড়ে দুর্বল রথ


স্বপ্ন অভিশাপ
ভুখো ভিখিরির চোখে নিম্নচাপ
তীর তরোয়াল ভোঁতা উত্থান
রিক্সার প্যাডেলে শিশুর বাপের কালঘাম
বিছে বিছানায়
সাথে কঙ্কাল যাকে ঘুনে খায়
রাখী রুক্ষ ভিটে ছাড়া ভ্রাতৃত্ব
এঁটো সম্মানে ধসে ধ্বংসে সততার দাম


স্বাদ সন্দেশ
তুচ্ছ আয়োজনে খোঁজো ব্যোমকেশ
পাপে পিচ্ছিল শৌর্যে ভাসে লাশ
হাঁফিয়ে নিশ্বাস ছেড়ে মরে বেঁচে যায়
শূন্য সন্ন্যাস
বিক্রি হয়ে যায় বিজয়ের তল্লাশ
রাজ রাজত্বের মুঠো ফাঁকা হুংকার
ভাঙা মেরুদন্ড আর কি তা জোড়া যায়


বেদে বিপ্লব
চিরহরিৎ বৃক্ষ তবু ঝরে শত পল্লব
কাঁটা কষ্ট গোটা হৃৎপিন্ডে আলসার
উঁচু মস্তক শুধু হাত রাখা কার পায়
সুপ্ত সিংহাসন
সাধু সাধ্যের চাপা ক্রন্দন
প্রেম পার্শ্বে অন্ধ আবেগ ছাই
জেলে কৃষ্ণ শুদ্ধ প্রেমের দায়