নৌকো আঁকা চিত্ত তোমার
আমি দিক না জানা নাবিক
তুমি বৃষ্টি বহুল মেঘালয়ে
মরুতে ঘোরা আমার বাতিক


এখানে দীর্ঘ আঁধার পার হয়না
কালো বিষাদ বিষের জ্বালায়
তুমি দুইশ ওয়াট হ্যালোজেনে
দুচোখ ঢাকো আলোক ধাঁধায়


আমার নিতান্তই কাটছে দিন
হেথায় ফাটা বাঁশের কুঁড়ে
তোমার সুখে ভেজা প্রহর
তুমি দালান প্রাসাদ জুড়ে


তোমার গ্লাসে রেড ওয়াইন
আমার কেন্দু পাতার বিড়ি
তোমার অট্ট হাসা দাঁত
আমি লুকাই ফোকলা মাড়ি


লোকে তোমায় লক্ষ্মী বলে
করে যতন বরণ ভীষণ
আমি কেমন রাখাল হয়ে
পারিনা কেন হতে নারায়ণ?